আমলা সরকারি কলেজে র্যালি ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমলা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।র্যালি শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে উজ্জীবিত করে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলোচকরা বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় কলেজ প্রশাসন ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হয়।