মেহেরপুর ৫ আগস্ট ছাত্র- জনতার গন- অভ্যুথনের বর্ষপূর্তি উপলক্ষে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৫ আগস্ট, ২০২৫ | ৯:৫৩ অপরাহ্ণ
এস এম মহিবুল ইসলাম , দৈনিক গণঅধিকার

মেহেরপুরে ৫ আগস্ট ছাত্র- জনতার গন- অভ্যুথনের বর্ষপূর্তি উপলক্ষে গনমিছিল ও সমাবেশ- ২০২৫ । মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মেহেরপুর জেলা কোট মোড় থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজিত মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। মিছিল শেষে শামসুজ্জোহা পার্কের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় নেতারা বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান। পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার সহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।