শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে আহত ২০, নিখোঁজ ১ শিশু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহাসড়কে খৈলকুড়া এলাকায় যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে উল্টে গেলে ২০ জন আহতসহ এক শিশু নিখোঁজ রয়েছে। আজ ৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১ টায় এ দূর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। আহতের উদ্ধার করে স্থানীয় জনতা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ কে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় । এতে কয়েকজন আহত হয়েছেন।এবং আড়াই মাস বয়সী এ শিশু পানিতে নিখোঁজ রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে উদ্ধার কাজ তদারকিরত শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিল আহাম্মেদ বলেন, আমরা দেড়টায় সংবাদ পাওয়া মাত্র আমাদের উদ্ধারকারী দল সহ ঘটনাস্থলে এসে নিমজ্জিত বাসটিকে পানি থেকে টেনে তুলি। লোকমূখে জানতে পেরেছি আড়াই মাস বয়সী এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি শিশু টি উদ্ধার হলে সর্বশেষ অবস্থা জানা যাবে। এদিকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আমিন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।