নিখোঁজ বিজ্ঞপ্তি
৯ আগস্ট, ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নাম:নাফি পিতার নাম: সোহেল বয়স: ১৪ বছর উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি ঠিকানা: কোর্টপাড়া, নারিকেলতলা, কুষ্টিয়া বিদ্যালয়: কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া জন্মচিহ্ন: বাম চোখের নিচে একটি দাগ পোশাক: জলপাই রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরিহিত ছেলেটি গতকাল ৮ আগস্ট ২০২৫, আনুমানিক আছরের আজানের সময় বাসা থেকে বের হয়েছে "চিপস কিনতে যাব" বলে, কিন্তু এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনার একটি সহযোগিতামূলক ফোন একটি পরিবারের জন্য পরম আশার আলো হতে পারে। যোগাযোগ: 01728-448575