গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ

“জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকাল ৫টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। এই উদ্যোগের মূল প্রেরণা ছিলেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯০০ জনেরও বেশি মানুষের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মাঝে জীবিকা নির্বাহের জন্য যারা কঠোর পরিশ্রম করেন, তাদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সকলের প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ অ্যানিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল হাওলাদার, সদস্য সচিব মো. আবুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. তাওহীদ ইমরান। এছাড়া, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই জনহিতকর কাজে সমর্থন জানান। এই রেইনকোট বিতরণ শুধু একটি উপহার ছিল না, বরং এটি ছিল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সংহতি ও সহযোগিতার একটি প্রতীক। গলাচিপার এই উদ্যোগ প্রমাণ করে যে, গণ অধিকার পরিষদ শুধু রাজনৈতিক স্লোগান নয়, জনগণের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।