চকরিয়ায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার

৫ নভেম্বর, ২০২৫ | ১১:১২ অপরাহ্ণ
শাহাদাত হোসেন , দৈনিক গণঅধিকার

কক্সবাজারের চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছায়রাখালীর ছিড়াপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মিয়ানমার সীমান্ত এলাকা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ইয়াবাগুলো চকরিয়ায় নিয়ে আসা হয়। সেখান থেকে এগুলো চট্টগ্রামে পাচারের প্রস্তুতি নিচ্ছিল তারা। ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশকে দুটি দলে ভাগ করে অভিযান চালানো হয়। এতে তিন কারবারিকে অটোরিকশাসহ আটক এবং আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই আরকানুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) চকরিয়া আদালতে পাঠানো হবে।