আড়াইহাজারে ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৭ নভেম্বর, ২০২৫ | ২:০৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় বিশনন্দী বাজার থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫ হাজার ৯০৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম (গ সার্কেল) এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন এবং সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃতরা হলেন: কুমিল্লা জেলার ছাওয়ালপুর এলাকার বাসিন্দা।মোঃ করিম (৩৫) ও নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম মাসদাইরের বাসিন্দা নাজমা (৪৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আড়াইহাজার ও আশপাশের বাজারে বিক্রি করত।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান।
