ঐক্যবদ্ধ গণঅধিকার পরিষদ সামনের দিনে সরকার গঠন করবে : শাকিল আহমেদ তিয়াস
৯ নভেম্বর, ২০২৫ | ১০:২৬ অপরাহ্ণ
আরিফুল ইসলাম , দৈনিক গণঅধিকার
ভিপি নূরের বলিষ্ঠ নেতৃত্বে সামনের দিনে গণধিকার পরিষদ সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের বাংলাদেশ গনঅধিকার পরিষদ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।
রোববার (৯ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নির্বাচনী মোটর শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিল আহমেদ তিয়াস এই মন্তব্য করেন।
শাকিল আহমেদ ব'লেন, কুষ্টিয়া জেলার মত সারা বাংলাদেশে ভিপি নুরের নেতৃত্বে আমাদের গণঅধিকার পরিষদ ঐক্যবদ্ধ।
২৪ এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ দেশের সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন চাই,নতুন কাউকে দেখতে চায়।
সেই আলোকে গণঅধিকার পরিষদ ইতিমধ্যে সাধারণ মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছে।
তিনি আরও বলেন, কুষ্টিয়া-৪ আসনে আমাকে গনঅধিকার পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিগত ১৬ টা বছর আমি রাজপথে থেকেছি,জুলুম নির্যাতন সহ্য করেছি। আমার আসনের স্বৈরাচার বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তা জানে,তাই আমি মনে করি এই আসনের সাধারণ জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাবে।
মোটর শোভাযাত্রায় অন্যান্যদের মাঝে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, জেলা যুব অধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক জিলহজ্জ খান, সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক সাকিব হুসাইন, কুমারখালি উপজেলা যুব অধিকার পরিষদ এর সদস্য সচিব রিপন প্রামাণিক
গণ অধিকার পরিষদ কুষ্টিয়া পৌর শাখার আহ্বায়ক এম এ সাহেদ ভিপি রন্জু সহ গণঅধিকার ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
