কুষ্টিয়া-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে শাহাবুল মাহমুদ - কে ঘোষণা করা উপলক্ষে আল্লারদর্গা গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় তাঁর নিজ বাড়ির সামনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে প্রার্থী শাহাবুল মাহমুদ বলেন, “আমাকে প্রার্থী ঘোষণা করায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরসহ সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; দৌলতপুরের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও পরিবর্তনের দাবির প্রতিফলন।”
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। ন্যায়বিচার, স্বাধীনতা, দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
দৌলতপুরের সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, কৃষক-শ্রমিক, শিক্ষার্থী ও বেকারদের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন,দুর্নীতি-বেকারত্ব ও অব্যবস্থাপনা দূর করা ,প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা,প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে বেকারত্ব হ্রাস,দৌলতপুরে নতুন ফায়ার সার্ভিস স্থাপন ,মাদক চক্র ও সীমান্তপথে মাদক প্রবাহ বন্ধে কঠোর অবস্থান ,চরাঞ্চলের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে নতুন হাসপাতাল নির্মাণ।
তিনি জানান, “দৌলতপুর দেশব্যাপী তৃতীয় বৃহত্তম উপজেলা; অথচ সরকারি হাসপাতাল মাত্র একটি। নদী-চরাঞ্চলের জনগণের জন্য চিকিৎসা সুবিধা সীমিত। এ কারণেই অতিরিক্ত হাসপাতাল নির্মাণ আজ সময়ের দাবি।”
মাদকবিরোধী অবস্থান উল্লেখ করে তিনি বলেন, বৃহৎ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে যুবসমাজকে রক্ষা করা হবে।
শেষে তিনি গণসমর্থন ও দোয়া কামনা করে বলেন, “ক্ষমতা নয়— জনগণই হবে শক্তির উৎস। আমরা একসাথে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।”
সংবাদ সম্মেলন শেষে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—
মিলন মালিথা, তারিপ হোসেন, এমদাদ হোসেন, শাহজামাল, মুরাদ হোসেন, লালন উদ্দিন, সাবান হোসেন, শামীম হোসেন, সবুজ প্রমুখ।
