বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭ নভেম্বর, ২০২৫ | ১:১০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে “খ” সার্কেলের একটি দল কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে তারাজুল (৪৬)। ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান,“মাদককেই আমরা জেলায় সবচেয়ে বড় সামাজিক শত্রু হিসেবে দেখি। বগুড়া জেলাকে মাদকমুক্ত করতে আমরা টানা নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাঠ-পর্যায়ে একের পর এক অভিযান পরিচালনা করছি। কোন প্রভাবশালী, কোনো সিন্ডিকেট কিংবা কোনো মাদকচক্রই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাবে না। আজকের মতো প্রতিটি অভিযানে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। মাদক ব্যবসায়ীরা যতই ছদ্মবেশ নিক বা যত জায়গাতেই লুকাক, ডিএনসি তাদের আইনের আওতায় আনবে। জনগণ সহযোগিতা করলে আমরা আরও শক্তিশালীভাবে মাদকচক্রকে ভেঙে দিতে পারব।” মাদক ব্যবসায়ী তারাজুলের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাযের করা হয়েছে বলেও জানান তিনি।