বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ‘ক’ সার্কেল। শনিবার (২৩ নভেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ডিএনসি সূত্র জানায়, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিয়ে ডিএনসি’র একটি আভিযানিক দল সাতমাথা ও পৌর সেন্ট্রাল মসজিদের সামনে অভিযান চালায়। এসময় ১০০ গ্রাম গাঁজা ও ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোট ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মোঃ সোহান (২৯), মোঃ শাওন হোসাইন (১৮), মোঃ মোস্তফা (২৬), মোঃ আব্দুর রহিম (২৮), মোঃ শেখ আলী আহমেদ রুকু (১৮), মোঃ নয়ন (৩৫), মোঃ সাকিল (২৫), মোঃ আলী হাসান (১৮) এবং মোঃ বাবুল ইসলাম (২৩)। গ্রেফতারকৃতরা বগুড়া সদর, শাজাহানপুর ও সোনাতলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবাইকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের নির্দেশে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন,“বগুড়াকে মাদকমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এমন অভিযান আরও জোরদার করা হবে।”
