কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত।
২ ডিসেম্বর, ২০২৫ | ১০:১২ অপরাহ্ণ
তানভীর লিটন , দৈনিক গণঅধিকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া-৪ আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতুর গোল চত্তর থেকে নির্বাচনী পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে পৌর টার্মিনালে জনসভাস্থলে এসে শেষ হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া-৪ আসনের ট্রাক মার্কার মনোনীত এমপি পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।
এসময় জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন দলীয় প্রধান ভিপি নুরুল হক নুর।
প্রধান অতিথির বক্তব্যে শাকিল আহমেদ বলেন,২৪ শের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে যারা বিদায় জানিয়েছে আগামীতে শুধু তারাই বাংলাদেশের ভাগ্য উন্নয়নের কাজ করবে। তাই এবারের নির্বাচনে আর ভুল করা যাবে না। প্রকৃত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যারা দেশ ও দশের জন্য কাজ করবে।পরিশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান শাকিল আহমেদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সাবেক কেন্দ্রীয় নেতা সায়ন আহমেদ রাফার সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম,যুগ্ম-আহবায়ক আতাউল্লাহ শামীম,ডাকসুর সাবেক সংগঠক ছাত্রনেতা শাকিল,সমন্বয়ক মাহমুদুল হাসান,কুমারখালী সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ফারহান নিলয়ের সভাপতিত্বে, আতাউল্লাহ শামীম যুগ্ন আহবায়ক কেন্দ্রীয় শ্রমিক নেতা স্বপন আহমেদ, কুমারখালি থানা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকি,মহিলা অধিকার পরিষদের নেত্রী সুরাইয়া পারভীন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকি আহমেদের,জেলা গণঅধিকার পরিষদের নেতা বাচ্চু মিয়া কুমারখালি উপজেলা গঠনিক সম্পাদক সোলেমান হোসেন, সালাম,শ্রমিক নেতা জাকির, ফারুক, রাজিব,ছাত্রনেতা আনিস, অভি, রাসেল, সিয়ামসহ অনেকেই।
