খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল

৪ ডিসেম্বর, ২০২৫ | ১:৫০ পূর্বাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধি , দৈনিক গণঅধিকার

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে বুধবার কেন্দ্রীয় ঈদগা মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সভাপতি আব্দুল সাত্তার, আব্দুল ছালাম, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল বাছেদ করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সিনিয়র সহ-সভাপতি এস এম আব্দুল লতিফ,সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শুকুর মাহমুদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুফি সিদ্দিকী, কৃষকদলের সভাপতি শুকুর মাহমুদসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।