কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪ ডিসেম্বর, ২০২৫ | ৯:৩৭ অপরাহ্ণ
আরিফুল ইসলাম , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ডিসেম্বর, জিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থতার মধ্যেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য ভূমিকা রেখে চলেছেন। তার দ্রুত সুস্থতা আজ দেশের প্রত্যেক গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।
পরে উপস্থিত সবার অংশগ্রহণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।