সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
১০ ডিসেম্বর, ২০২৫ | ৩:০৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ জিহাদুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাইনাদি নতুন মহল্লা এলাকার শাপলা চত্বরের কাছে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তারা জানান, নবাগত অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল বারিক এর নির্দেশনায় এসআই মো. জাকিরুল ইসলাম ও এসআই মো. মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া জিহাদুল ইসলামের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তিনি রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পাইনাদি নতুন মহল্লার পিএমএ মোড়ে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, অভিযানকালে জিহাদুলের কাছ থেকে ১০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
