গাংনীতে ৩ প্রতিষ্ঠানে ১লাখ ৭৫ হাজার টাকা জরিমানা
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর।সোমবার দুপুরে গাংনী বড় বাজার এলাকার ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কসমেটিক্স পন্য, মিষ্টান্ন ভান্ডার ও ওষুধের ফার্মেসিতে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।এর মধ্যে কসমেটিক্স পন্য উৎপাদনকারী কোম্পানির নাম না থাকায় মেসার্স আকমল স্টোরকে এক লাখ টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন জাতীয় পণ্য উৎপাদনের অপরাধে আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এসএস ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান ওই কর্মকর্তা।এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ইউনিটের একটি টিম এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
