শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

১৬ ডিসেম্বর, ২০২৫ | ১:৩৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

শেরপুরে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের অংশ হিসেবে ভোর ৬:৩৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান শেরপুর শহরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। ছবি ক্যাপশন : জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন।