কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার
একাধিক ডাকাতি মামলার আসামি এবং নরসিংদী কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আল আমিন। তাঁর বাবার নাম ইউসুফ। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার আলগী কান্দাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভা বাজার এলাকা থেকে এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন নরসিংদীর শিবপুর মডেল থানার মামলা নম্বর ১৭(৩)২০২৪–এর আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির অভিযোগ রয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মামলা নম্বর ৪(১০)২০২৩–এ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় ডাকাতি প্রস্তুতির অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, আল আমিন নরসিংদী কেন্দ্রীয় কারাগারে আটক থাকার সময় পালিয়ে যান। পরে তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
