কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ।
১৮ ডিসেম্বর, ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ
তানভীর লিটন , দৈনিক গণঅধিকার
কোরআনের পাখিদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে পাঞ্জাবী বিতরণ করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও কুষ্টিয়া-৪ আসন থেকে ট্রাক প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাকিল আহমেদ তিয়াস।
বুধবার বিকেলে (১৭ ডিসেম্বর) কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাটিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম শিশু ও হেফজো খানার শিক্ষার্থীদের সাথে আছরের নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময় করেন ও উপহার স্বরূপ পাঞ্জাবী বিতরণ করেন।
এসময় মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংটির পরিচালক সাইফুল ইসলাম শাহীন, শিক্ষক হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রকি,সাধারণ সম্পাদক ফারহান সহ অনেকই উপস্থিত ছিলেন।
