ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে সমাধিসৌধ প্রাঙ্গণেই শহীদ ওসমান হাদি শায়িত আছেন। ওসমান হাদির কবর জিয়ারতের পরে জাতীয় কবি কবরও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় দশকের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর গত দুদিন তারেক রহমানকে বুলেটপ্রুফ বাসে চড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল। তবে আজ তিনি সেই বাসের পরিবর্তে একটি সাদা রঙের এসইউভিতে চড়ে গুলশানের বাসভবন ত্যাগ করেন। দলীয় সূত্রে জানা গেছে, এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ভোটার তালিকায় নিজের নাম হালনাগাদ করবেন। এদিকে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে নিরাপত্তার খাতিরে শাহবাগ এলাকা থেকে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তারা ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে জাতীয় কবির সমাধির পাশে দাফন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার দিন পূর্বাচলের সংবর্ধনা সভায় তারেক রহমান ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেছিলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠিত হোক। চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। গতকাল শুক্রবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
