গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ
১০ জানুয়ারি, ২০২৬ | ৬:১৫ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি , দৈনিক গণঅধিকার
এ যেন প্রতারণার এক নয়া কৌশল। এই অভিনব প্রতারণার কৌশলের নায়ক ঢাকার নাম করা দালাল শামীম। ড্রাম ট্রাক কিংবা ট্রাক হলো এই প্রতারক শামীমের হাতের অস্ত্র। শামীম
টাটা কোম্পানীর এসব ড্রাম ট্রাক বিক্রি এবং বুকিং এর নামে চালাচ্ছে প্রতারণার নিত্যনতুন ফাদঁ।
শামীম নিজেকে পরিচয় দেয় টাটা কোম্পানীর একজন উর্ধতন কর্মকর্তা হিসেবে ।
এই পরিচয়ে সে সোশ্যাল মিডিয়ায় হরহামেশায় নানা প্রকারের টাটা কোম্পানীর ড্রাম ট্রাকের ছবি এবং ভিডিও পোস্ট করে। এসব পোস্ট দেখে ড্রাম ট্রাক ক্রেতাগণ ধাবিত হয় প্রতারকের নীল নকশায়। ক্রেতাগণ "শামিম" এর সাথে যোগাযোগ করলে, তাদের কে সে গাড়ি দেখায় প্রথমে অনলাইনে কখনও ইমুতে, কখনও ওয়াট্সএপে। তারপর কৌশলে তাদের কাছ থেকে টাটা কোম্পানীর উর্ধতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বুকিং মানির কথা বলে কারো কাছ থেকে ১০ হাজার কারো কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্রের মূলহোতা প্রতারক শামীম। এমন অভিযোগের সূএই পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে। শামীম গত এক মাসে চাপাঁইনবাবগন্জ,পাবনা,মেহেরপুর, রাজশাহী জেলার ৪ জন ড্রাম ক্রেতার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে তার বিরুদ্ধে।
এছাড়া শামীমের মাধ্যমে গত নভেম্বর মাসে ২ টা টাটা দশ চাকার ড্রাম ট্রাক নগদ টাকায় বিক্রয় করা হয়। উক্ত লেনদেনে শামীম দালাল হিসেবে কাজ করে। গাড়ি দুইটা ঝিনাইদাহ থেকে কিনে নিয়ে যায় শামীম ও তার পাটি। কিন্তু উক্ত গাড়ি দুইটির সন্ধান শামীম যার মাধ্যমে পায় তাকে দুইটি গাড়িতে শামীম প্রতিশ্রুতি দেয় ২ লক্ষ টাকা ব্যাবসা করিয়ে দিবে। শামীম এক লাখ নিবে ঐ দালাল কে এক লাখ দিবে। অবশেষে গাড়ি দুইটি লেনদেন হয় ঠিকই কিন্তু শামীম দুই লক্ষ টাকা একাই নিয়ে সু- কৌশলে চলে যায় ঢাকাতে। এরপর থেকে আজকে টাকা দিচ্ছি কালকে টাকা দিচ্ছি এমন কথা বলে কাটিয়ে দেয় পুরো একটি মাস। অন্যদিকে যে ৪ জন ক্রেতার কাছ থেকে গাড়ির বুকিং মানির কথা বলে টাকা নিয়েছিলো সে তাদের টাকাও আজ - কাল করে এখন পর্যন্ত পরিশোধ করে নাই প্রতারণার নতুন কৌশল অবলম্বনকারী এই প্রতারক শামীম।
শামীম এর কিছু মানুষের জন্য প্রতারণার স্বীকার হচ্ছে অনেক সহজ সরল মানুষ এবং শামীমের মত প্রতারকের জন্য ভালো দালালগুলো আজ তাদের পরিচয় বিসর্জনের মুখে। এটা আজ সমাজের মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। এটা একদিকে যেমন প্রতারণা আর একদিকে মানুষের বিশ্বাস নিয়ে খেলা বিশ্বাসঘাতকতা।
