২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।

১০ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৭ অপরাহ্ণ
তানভীর লিটন , দৈনিক গণঅধিকার

২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোসহ সকলের নিরাপত্তা প্রদান করায় আমাদের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী।
শুক্রবার (১০ জানুয়ারি)দুপুরে জেলা শিল্পকলা একাডেমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ শরীফ ওসাম হাদি আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ-কথা বলেন আলী।
এসময় আলী বলেন,এস,পি অফিসে আমাদের কোন কাজ নেই,আমাদের মূল লক্ষ্য হচ্ছে ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা   ও আন্দলোনকারীদের সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা। এই আন্দলোনের সাথে সম্পৃক্ত সকলের নিরাপত্তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় তিনি বেগম জিয়া ও শহীদ ওসমান হাদী সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই দু'জন মহান ব্যক্তিদের আত্মত্যাগ ও দেখানো পথেই চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা যুগ্ম-আহবায়ক রাইয়ানুর রহমান রায়হান সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার নবগঠিত কমিটির আহবায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ,জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হোসেন মিরাজ ও কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক নাজমুল হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুষ্টিয়া জেলা শাখা যুগ্ম-সমন্বয়কারী আলমাস হোসেন মামুন,এ্যাড.আবুল হাসিম বাদশা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কুষ্টিয়া জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।