অ্যান্ডি ফ্লাওয়ার কেন ভারতের কোচ হতে চান না ? – দৈনিক গণঅধিকার

অ্যান্ডি ফ্লাওয়ার কেন ভারতের কোচ হতে চান না ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১০:৪৭
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। সুযোগ থাকলেও ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। দ্রাবিড়ের মতো ভারতের প্রধান কোচ হতে চান না অ্যান্ডি ফ্লাওয়ারও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বে থাকা ফ্লাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। গত ১৩ মে প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিজ্ঞপ্তি দেয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। যেখানে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং, দিল্লি ক্যাপিটালসের রিকি পন্টিং, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জাস্টিন ল্যাঙ্গারের প্রতি আগ্রহ দেখিয়েছে বিসিসিআই। যদিও তাদের কেউই বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেননি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে আইপিএলের এবারের মৌসুম থেকে বাদ পড়েছে বেঙ্গালুরু। কোহলিদের প্রধান কোচের দায়িত্বে থাকা ফ্লাওয়ারের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ভারতের কোচ হতে আগ্রহ কিনা। এ প্রশ্নের জবাবে জিম্বাবুয়ের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, তিনি আবেদন করেননি এবং করবেনও না। আপাতত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকেই খুশি ফ্লাওয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আবেদন করিনি। আমি আবেদনও করবো না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততায় আমি খুশি আছি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ রাজশাহীতে ৪ লাঁশ উদ্ধার চারঘাটে ১২৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধু ও তার স্বজনদের নির্যাতন দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ গলাচিপায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে রেইনকোর্ট বিতরণ রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্ব, তরুণরা কেন বেশি বিশ্বাস করে সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে ষড়যন্ত্রকারীরা সফল হবে: জয়ন্ত কুমার কুন্ডু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ঢাবির হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি বন্ধ ঘোষণা