অ্যান্ডি ফ্লাওয়ার কেন ভারতের কোচ হতে চান না ? – দৈনিক গণঅধিকার

অ্যান্ডি ফ্লাওয়ার কেন ভারতের কোচ হতে চান না ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৪ | ১০:৪৭
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। সুযোগ থাকলেও ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেননি তিনি। দ্রাবিড়ের মতো ভারতের প্রধান কোচ হতে চান না অ্যান্ডি ফ্লাওয়ারও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বে থাকা ফ্লাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। গত ১৩ মে প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিজ্ঞপ্তি দেয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। যেখানে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং, দিল্লি ক্যাপিটালসের রিকি পন্টিং, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জাস্টিন ল্যাঙ্গারের প্রতি আগ্রহ দেখিয়েছে বিসিসিআই। যদিও তাদের কেউই বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেননি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে আইপিএলের এবারের মৌসুম থেকে বাদ পড়েছে বেঙ্গালুরু। কোহলিদের প্রধান কোচের দায়িত্বে থাকা ফ্লাওয়ারের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ভারতের কোচ হতে আগ্রহ কিনা। এ প্রশ্নের জবাবে জিম্বাবুয়ের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, তিনি আবেদন করেননি এবং করবেনও না। আপাতত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকেই খুশি ফ্লাওয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আবেদন করিনি। আমি আবেদনও করবো না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততায় আমি খুশি আছি।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা