নিউজ ডেক্স
আরও খবর
ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ
দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে
টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে শেষ ৮ থেকে ছিটকে পড়লো স্লোভেনিয়া
ব্রাজিল কি প্রথম জয়ের দেখা কি পাবে ?
জামালকে টাকা না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাব এএফএ’কে ফিফার শাস্তি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের জানা-অজানা
কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
আগ্রাসী ব্যাটিংয়ে সিরিজ জিততে চায় টাইগাররা
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে ধরনের আগ্রাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ,সোমবারও আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
এমনটি জানিয়ে রোববার সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন,প্রথম ম্যাচে দলের সবার পারফরম্যান্স ছিল দারুণ। সাকিব-হৃদয় যেভাবে ব্যাট করেছে,পরে মুশফিকুর রহিম একই ভঙ্গিতে খেলেছে। অভিজ্ঞরা যেভাবে ব্যাট করেছে, ওই আগ্রাসী মানসিকতা ছিল দারুণ।
হেরাথ আরও বলেন, আমরা এই আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেটই এই মুহূর্তে খেলতে চাই। আমি নিশ্চিত, আগামীকালও আমরা এই ধরনটা ধরে রাখব।
তিনি বলেন, আমরা উইকেটকে কোনো দায় দিতে চাই না। বিশ্বকাপের ভাবনা মাথায় রাখতে হবে আমাদের, আমরা জানি না কোন ধরনের উইকেট সেখানে পাব। যে কোনো ধরনের উইকেটের জন্যই প্রস্তুত থাকতে হবে আমাদের।
তিনি আরও বলেন,স্পিনারদের পারফরম্যান্সে আমি অবশ্যই আনন্দিত ও গর্বিত। এই ধরনের চ্যালেঞ্জই প্রয়োজন হয়, যেখানে স্পিনারদের সহায়তা বেশি নেই, সেখানে কীভাবে আমরা সামাল দিতে পারি, ভালো বল করতে পারি। তারা যেভাবে উইকেট পড়তে পেরেছে এবং মানিয়ে নিয়েছে, আমি তাতে খুশি।
পেসারদের পারফরম্যান্স নিয়ে হেরাথ বলেন, পেসারদের পারফরম্যান্সে আমরা সবাই অনুপ্রাণিত। আমাদের ফাস্ট বোলিং ইউনিট এখন খুব ভালো। ব্যাটিং ইউনিট ও স্পিন উইকেট তো ভালোই, এখন পেস ইউনিটও ভালো। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্যই এটা ভালো।
প্রতিপক্ষ আইরিশ দল নিয়ে হেরাথ বলেন, প্রতিপক্ষ হিসেবে অবশ্যই তারা কোনো পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে আমাদের নিয়ন্ত্রণে যা আছে,তাহলো আমাদের পরিকল্পনা।আমরা সেটিইতেই অটুট থাকব।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।