আর্জেন্টিনার কোপা অনুশীলনে যোগ দিলেন মেসি – দৈনিক গণঅধিকার

আর্জেন্টিনার কোপা অনুশীলনে যোগ দিলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১২:১৭
গত মাসে পায়ে ব্যথা পাওয়ায় লিওনেল মেসির কোপা আমেরিকায় খেলা নিয়ে একটু সংশয় জেগেছিল। তা অবশ্য ইতোমধ্যে কেটেও গেছে। মহাদেশ সেরার ট্রফি ধরে রাখার অভিযান সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের কোপা আমেরিকা শুরু হবে আগামী ২০ জুন। সেই লক্ষ্যে ফ্লোরিডায় মেসির ক্লাব ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে শেষ পর্বের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা দল। সেখানেই সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন সেরেছেন মেসি। হ্যামস্ট্রিং চোটে গত মার্চে দেশের হয়ে সবশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি এই মহাতারকা। অবশ্য তাকে ছাড়া আর্জেন্টিনার জিততে কোনো সমস্যা হয়নি; এল সালভাদরকে ৩-০ গোলে হারানোর পর কোস্টা রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদের মাটিতেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবারও দারুণ ছন্দে আছে লিওনেল স্কালোনির দল। তাদের সবচেয়ে বড় ভরসা মেসিও ক্লাব ফুটবলে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়ে করাচ্ছেনও। গত শনিবার ইন্টার মায়ামির সবশেষ ম্যাচেও সেন্ট লুইস সিটির বিপক্ষে জালের দেখা পেয়েছেন মেসি। আটবারের ব্যালন দ’র জয়ী চলতি মেজর লিগ সকারে এখন পর্যন্ত করেছেন ১২ গোল, সঙ্গে অ্যাসিস্ট ৯টি। তার দলও আছে ইস্টার্ন কনফারেন্স তালিকায় শীর্ষে। মেসি চোট কাটিয়ে মাঠে ফেরায় স্বস্তি বোধ করছেন আর্জেন্টিনা কোচ। কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৯ জুন একুয়েডরের মুখোমুখি হবে তারা। এর পাঁচ দিন পর গুয়াতেমালার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বকাপজয়ীরা। আসছে টুর্নামেন্টের জন্য আগেই ২৯ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন স্কালোনি। আগামী ১২ জুনের মধ্যে স্কোয়াড ২৬ জনে নিয়ে আনতে হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক