আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর – দৈনিক গণঅধিকার

আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৩ | ১০:০৪
সাভারের আশুলিয়ায় দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বাস চাঁপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।রবিবার সকালের আশুলিয়ার জিরাবো বেঙ্গল প্লাষ্টিক কারখানার সামনে বাইপাইল-আবদুল্লাহপুর মহা সড়কে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (৩২) রাজধানীর ডেমরা থানাধীন ঠুলঠুলিয়া এলাকার মাজেদ ওরফে বাহারুলের ছেলে। সে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে ইলেট্রিশিয়ানের কাজ করতো। প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার নবীনগর থেকে কুড়িল বিশ্বরোডগামী আলী নূর পরিবহন দু’টি বাস একে অপরের আগে যাওয়া নিয় প্রতিযোগিতা করছিল। এসময় বাস দু’টি মোটরসাইকেল আরোহী মেহেদীকে চাঁপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা আলী নূর পরিবহনের ওই দুই বাসে আগুন ধরিয়ে দেয়। দূর্ঘটনার পর পরই ওই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় আধা ঘন্টার মত যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয় এবং লাশ উদ্ধার করে আশুলিয়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, সকালে আলী নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসের চাঁপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে স্থানীয়রা বাস দু’টিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহত হয়নি। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, বাসে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।’ বাসে আগুন ধরিয়ে দেয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, সকালে এই দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এরপরই স্থানীয়রা বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া আগুনে পুড়া বাস দুটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন