
নিউজ ডেক্স
আরও খবর

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

ডেমোক্রেট পাগলদের দল: হোয়াইট হাউস

ট্রাম্প আসলেই একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
ইউক্রেনের পতন ঠেকাবে যুক্তরাষ্ট্র

কিয়েভের পতন ঠেকাবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মঙ্গলবার জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে সহযোগী দেশগুলোর সঙ্গে ২০তম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্র কিছুতেই কিয়েভের পতন হতে দেবে না। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের টিকে থাকা কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য জরুরি পদক্ষেপ, ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে গোলাবারুদের তীব্র ঘাটতি মোকাবিলা, বিমান প্রতিরক্ষাব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রসহ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপায়গুলোর ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। সূচনা বক্তব্যে অস্টিন রাশিয়ার ওপর যুদ্ধের ব্যাপক ক্ষতির কথা তুলে ধরে বলেছেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকরা ক্রমাগত রুশ ক্ষেপণাস্ত্র এবং ইরানি ড্রোনের বাধা সহ্য করে আসছে। এতে ইউক্রেন পিছপা হবে না। তবে কিছুদিন ধরে ইউক্রেনে মার্কিন সাহায্যের পরিমাণ কমেছে। মার্কিন কংগ্রেসে ইউক্রেনকে সাহায্য করার প্রস্তাব অনুমোদিত হয়নি। এ অবস্থায় ইউক্রেনের নিজেকে রক্ষা করার ক্ষমতাও কমছে বলে মনে করেন অস্টিন। হোয়াইট হাউজ বারবার ইউক্রেনকে সমর্থন করে যাওয়ার কথা বলছে। কিন্তু এখন ইউক্রেনকে সাহায্য করার দায় ইউরোপের দেশগুলোর ওপর এসে পড়েছে। জার্মানি মঙ্গলবার ইউক্রেনের জন্য ৫০ কোটি ইউরোর প্রতিরক্ষা প্যাকেজ ঘোষণা করেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বরেল বলেছেন, ইইউ রাশিয়ার যে সম্পদ ফ্রিজ করে রেখেছে, তা থেকে যে আয় হয় তার ৯০ শতাংশ ব্যবহার করে ইউক্রেনের জন্য অস্ত্র কেনা যেতে পারে। এসব সম্পদ থেকে যে আয় হচ্ছে, তা ইউরোপীয় পিস ফেসিলিটি তহবিলে যাবে। সেই অর্থ ইউক্রেনের জন্য ব্যবহার করা হবে। মঙ্গলবারের বৈঠকে অন্য দেশের নেতারাও ইউক্রেনের জন্য নতুন সাহায্যের প্রতিশ্রুতি দেন।
এরই মধ্যে বুধবার রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন বলেন, ফ্রান্স ইউক্রেনে পাঠানোর জন্য ২ হাজার সেনার একটি সামরিক দল প্রস্তুত করছে। এদিকে এ বিষয়টি স্পষ্ট না করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলো রাশিয়ার বিজয় ঠেকাতে যা প্রয়োজন, তাই করবে।
এদিকে মঙ্গলবার রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে ১৩০টিরও বেশি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। ৬০টি যাত্রীবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাতে রাশিয়ান সংবাদ সংস্থা তাস বলেছে, ‘বেলগোরোডে, ইউক্রেনীয় সেনাদের ব্যাপক গোলাবর্ষণের ফলে ৬ জন বেসামরিক লোক আহত হয়েছে। তবে কেউ নিহত হয়নি।’
বুধবার ইউক্রেন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা করলেও মোদি পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখছে ভারত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে পুতিনের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন মোদি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।