ইউক্রেনের পতন ঠেকাবে যুক্তরাষ্ট্র – দৈনিক গণঅধিকার

ইউক্রেনের পতন ঠেকাবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ৫:১০
কিয়েভের পতন ঠেকাবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মঙ্গলবার জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে সহযোগী দেশগুলোর সঙ্গে ২০তম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, যুক্তরাষ্ট্র কিছুতেই কিয়েভের পতন হতে দেবে না। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের টিকে থাকা কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য জরুরি পদক্ষেপ, ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে গোলাবারুদের তীব্র ঘাটতি মোকাবিলা, বিমান প্রতিরক্ষাব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রসহ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপায়গুলোর ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। সূচনা বক্তব্যে অস্টিন রাশিয়ার ওপর যুদ্ধের ব্যাপক ক্ষতির কথা তুলে ধরে বলেছেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকরা ক্রমাগত রুশ ক্ষেপণাস্ত্র এবং ইরানি ড্রোনের বাধা সহ্য করে আসছে। এতে ইউক্রেন পিছপা হবে না। তবে কিছুদিন ধরে ইউক্রেনে মার্কিন সাহায্যের পরিমাণ কমেছে। মার্কিন কংগ্রেসে ইউক্রেনকে সাহায্য করার প্রস্তাব অনুমোদিত হয়নি। এ অবস্থায় ইউক্রেনের নিজেকে রক্ষা করার ক্ষমতাও কমছে বলে মনে করেন অস্টিন। হোয়াইট হাউজ বারবার ইউক্রেনকে সমর্থন করে যাওয়ার কথা বলছে। কিন্তু এখন ইউক্রেনকে সাহায্য করার দায় ইউরোপের দেশগুলোর ওপর এসে পড়েছে। জার্মানি মঙ্গলবার ইউক্রেনের জন্য ৫০ কোটি ইউরোর প্রতিরক্ষা প্যাকেজ ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বরেল বলেছেন, ইইউ রাশিয়ার যে সম্পদ ফ্রিজ করে রেখেছে, তা থেকে যে আয় হয় তার ৯০ শতাংশ ব্যবহার করে ইউক্রেনের জন্য অস্ত্র কেনা যেতে পারে। এসব সম্পদ থেকে যে আয় হচ্ছে, তা ইউরোপীয় পিস ফেসিলিটি তহবিলে যাবে। সেই অর্থ ইউক্রেনের জন্য ব্যবহার করা হবে। মঙ্গলবারের বৈঠকে অন্য দেশের নেতারাও ইউক্রেনের জন্য নতুন সাহায্যের প্রতিশ্রুতি দেন। এরই মধ্যে বুধবার রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন বলেন, ফ্রান্স ইউক্রেনে পাঠানোর জন্য ২ হাজার সেনার একটি সামরিক দল প্রস্তুত করছে। এদিকে এ বিষয়টি স্পষ্ট না করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলো রাশিয়ার বিজয় ঠেকাতে যা প্রয়োজন, তাই করবে। এদিকে মঙ্গলবার রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে ১৩০টিরও বেশি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। ৬০টি যাত্রীবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাতে রাশিয়ান সংবাদ সংস্থা তাস বলেছে, ‘বেলগোরোডে, ইউক্রেনীয় সেনাদের ব্যাপক গোলাবর্ষণের ফলে ৬ জন বেসামরিক লোক আহত হয়েছে। তবে কেউ নিহত হয়নি।’ বুধবার ইউক্রেন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা করলেও মোদি পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখছে ভারত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে পুতিনের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন মোদি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক