
নিউজ ডেক্স
আরও খবর

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

ডেমোক্রেট পাগলদের দল: হোয়াইট হাউস

ট্রাম্প আসলেই একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
ইউক্রেন যুদ্ধ ও গাজা ইস্যু নিয়ে আলোচনা করবেন ম্যাক্রোঁ-বাইডেন

ডি-ডে-এর ৮০তম বার্ষিকী উদযাপন শেষে শনিবার (৯ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিন বাণিজ্য, ইসরায়েল ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করবেন তারা। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনটিতে বলা হয়, নীতি বিষয়ক ইস্যু নিয়ে আলোচনার আগে দুই নেতা সস্ত্রীক আইকনিক আর্ক দি ট্রায়মফে একটি স্বাগত অনুষ্ঠানে এবং অ্যাভিনিউ দেস চ্যাম্পস-এলিসিনের নিচে একটি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর পর একসঙ্গে নৈশভোজ করবেন তারা।
২০২২ সালে হোয়াইট হাউজে একটি রাষ্ট্রীয় সফরে ম্যাক্রোঁকেও স্বাগত জানিয়েছিলেন বাইডেন।
এর আগে, সাংবাদিকদের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘ফ্রান্স আমাদের অতি পুরনো ও ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি।’
এসময় তিনি জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা ও জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সরবরাহ চেইন পর্যন্ত নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বাইডেন ও মাক্রোঁ।
দেশগুলো সামুদ্রিক আইন প্রয়োগে একসঙ্গে কাজ করার পরিকল্পনা ঘোষণা করবে বলে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবির মন্তব্যে জানিয়েছেন। এমনকি মার্কিন কোস্ট গার্ড ও ফরাসি নৌবাহিনীর বর্ধিত সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
বাইডেন ও ম্যাক্রোঁ ন্যাটোকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন বলেও আশা করা হচ্ছে। উভয় দেশই ইউক্রেনকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিয়েভের সহযোগিতায় জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করার পরিকল্পনায় এখনও সম্মতি জানাননি তারা। মঙ্গলবার মার্কিন ট্রেজারি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির জি৭ মিত্ররা এই আলোচনায় অগ্রগতি করছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।