
নিউজ ডেক্স
আরও খবর

রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ, সৌদি যাচ্ছেন জেলেনস্কি

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

ডেমোক্রেট পাগলদের দল: হোয়াইট হাউস

ট্রাম্প আসলেই একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
ইসরাইলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিমতীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল বাহিনী। এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনীর অভিযোগ, নিহত ফিলিস্তিনিরা তাদের ওপর হামলা চালাতে যাচ্ছিল।
রোববার সেনারা একটি গাড়িতে গুলি চালায় এবং তিন যাত্রীকে হত্যা করে। খবর আলজাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে জেনিন শরণার্থী শিবির থেকে উগ্রবাদীদের নিয়ে একটি গাড়ি বের হয়। তারা যখন হামলা চালাতে যাচ্ছিল, তখন তাদের শনাক্ত করা হয়।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী নায়েফ আবু সুইকও রয়েছে। তিনি জেনিন শরণার্থী শিবিরের একজন নেতৃস্থানীয় সামরিক ব্যক্তিত্ব।
তারা আরও বলেছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল আবু সুইক। গাজা উপত্যকার উগ্রবাদীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাদের পরিচালিত সামরিক কার্যকলাপে তিনি যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন হামাসের নিয়ন্ত্রণে আছে। ইসরাইলি কর্তৃপক্ষ হামাসকে উগ্রবাদী সংগঠন বলে মনে করে।
ফিলিস্তিনিদের হতাহতের ঘটনায় হামাসের একজন মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এ হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে।
তিনি এক বিবৃতিতে বলেন, (ইসরাইলি) শত্রুরা ফিলিস্তিনের তিন ব্যক্তিকে হত্যা করেছে। তাদেরকে এ হত্যাকাণ্ডের জন্য মূল্য পরিশোধ করতে হবে। তারা কোনোভাবেই রেহাই পাবে না।
অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে করা রিপোর্টে আলজাজিরার প্রতিনিধি মোহাম্মদ জামজুম বলেছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জেনিনের দক্ষিণে ইসরাইলি হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।