
নিউজ ডেক্স
আরও খবর
ইসলামী ইন্স্যুরেন্সের সাঈদ খোকন চেয়ারম্যান ও ইসমাইল নওয়াব ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড-এর প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান ও আলহাজ্ব মোঃ ইসমাইল নওয়াবকে ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত করা হয়েছে।
আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকন কোম্পানির অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত সাবেক সফল মেয়র। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত থেকে কাজ করে আসছেন।
আলহাজ্ব মোঃ ইসমাইল নওয়াব ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক ও দেশের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) এর সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক, ধর্মীয় ও সমাজ কল্যাণ মূলক কাজে অবদান রেখে যাচ্ছেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।