
🇧🇩 মাদারীপুর প্রতিনিধি
আরও খবর

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার

চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪

সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার

‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

দিনে লরি, রাতে জাহাজ থেকে তেল চুরি

ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, আটক ২

ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব
এক লাখ ২০ হাজার টাকার জালনোটসহ ২ প্রতারক আটক

এক লাখ ২০ হাজার টাকার জালনোটসহ মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর এলাকা থেকে দুই প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে যাওয়া দুইজন হলেন শিবচর উপজেলার কাবিলপুর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) এবং একই এলাকার দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)।
কয়েকজন প্রতারক জাল নোট ছড়িয়ে দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১২ জুন) রাতে মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে সন্দেহভাজন দুই তরুণকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকার জালনোট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন দৈনিক গণঅধিকার নিউজ কে বলেন, দুজন প্রতারকসহ এক লাখ ২০ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। মঙ্গলবার সকালে শিবচর থানায় ডিবি বাদী হয়ে মামলা করে। দুপুরে আদালতে আসামিদের হাজির করা হয়। আদালতের বিচারক দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।