নিউজ ডেক্স
আরও খবর
ডাম্বুলার দ্বিতীয় হার; দল জেতাতে পারলেন না মোস্তাফিজ
দ্বিতীয় বারের মতো টাইগারদের কোচের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে
টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে শেষ ৮ থেকে ছিটকে পড়লো স্লোভেনিয়া
ব্রাজিল কি প্রথম জয়ের দেখা কি পাবে ?
জামালকে টাকা না দেওয়ায় আর্জেন্টাইন ক্লাব এএফএ’কে ফিফার শাস্তি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালের জানা-অজানা
কোপায় বলিভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
এশিয়ায় যৌথভাবে শীর্ষে ইমরানুর
‘আসসালামু আলাইকুম। কাজাখস্তানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। এই প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা এ ধরনের প্রতিযোগিতার মঞ্চে উড়েছে। আমরা এই সাফল্যের জন্য গর্বিত। ইমরানুর রহমান এখন পুরো এশিয়ার মধ্যে ৬০ মিটার স্প্রিন্টে যুগ্মভাবে এক নম্বর ।
অপর শীর্ষ র্যাঙ্কিংধারী স্প্রিন্টার হলেন চীনের বিংতিয়ান সু।’ বুধবার গণমাধ্যমে পাঠানো এমনই এক বার্তায় এগুলো বলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। প্রমাণ হিসেবে তিনি র্যাঙ্কিংয়ের একটি স্ক্রিনশটও পাঠিয়েছেন। সেটা পর্যবেক্ষণ করে তার কথার সত্যতাও মিলেছে। জানা গেছে, স্কুল অ্যাথলেটিক্সের দূত করা হবে ইমরানুরকে।
এই মুহূর্তে ইমরানুরই হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রেটি ক্রীড়াবিদ।
অ্যাথলেটিক্স বিশেষ করে স্প্রিন্টে যেখানে বাংলাদেশ বহু বছর ধরে ব্যর্থতায় খাবি খাচ্ছে, সেখানে ইমরানুরের এই অভাবনীয় সাফল্য যেন মরুর বুকে এক পশলা স্বস্তির বৃষ্টি! মঙ্গলবার রাতে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিমানবন্দরের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তা এএসপি রনির আপত্তিকর আচরণ ছিল প্রশ্নবিদ্ধ। তিনি তড়িঘড়ি ও একপ্রকার জোর করেই ইমরানুরকে গাড়িতে তুলে দিয়ে বাকি সবাইকে তখনই বিমানবন্দর ত্যাগ করতে বলেন। তার এমন আচরণে ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টু তীব্র প্রতিবাদ করেন। এতে অবশ্য কাজ হয়।
উপস্থিত সবার প্রবল আপত্তির কারণে শেষ পর্যন্ত পিছু হটেন ওই পুলিশ কর্মকর্তা। অবশেষে ইমরানুরকে সংবর্ধনার সব আনুষ্ঠানিকতা শেষ করেন। কিন্তু ওই পুলিশ কর্মকর্তার ঔদ্ধ্যত আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রীড়াঙ্গনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমরানুরকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ নানা ক্রীড়া সংস্থা। ইমরানুর তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনারা আমাকে সমর্থন করেছেন এ জন্য ধন্যবাদ।
আপনাদের ভালোবাসা আমাকে ভালো ফলাফলে সহায়তা করেছে। ইমরানুর এ অ্যাথলেট হলেও জীবিকা নির্বাহের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। লন্ডনে দু-দুটো চাকরি (একটি স্থায়ী, অন্যটি অস্থায়ী) করতে হয় তাকে। প্রতিপালন করতে স্ত্রী ও সন্তানকে। তার লক্ষ্য বাংলাদেশে এসে পূর্ণাঙ্গরূপে অ্যাথলেটিক্সে সময় দেয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অ্যাথলেটিক্সে পুরো সময় দিতে চাই। আমার মনোযোগের পুরোটাই এই খেলায় রাখতে চাই। আমার পাশে এসে দাঁড়ালে অ্যাথলেটিক্সে আরও ভালো কিছু করা সম্ভব হবে।’
অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের জন্য দারুণ কৃতিত্ব অর্জন করেছেন ইমরানুর। তাকে বড় সংবর্ধনা দেয়া হবে। অ্যাথলেটিক্স ফেডারেশনের অধীনে স্কুল, মাদ্রাসা প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় দূত হিসেবে থাকবেন ইমরান, ক্যাম্পেন মেন্টরের ভূমিকায় থাকবেন তিনি। ইমরানকে তার জীবিকা নির্বাহের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিচ্ছি।’
ইমরানুরের সঙ্গে এশিয়ান ইনডোরে খেলতে যাওয়া বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার বলেন. ‘ইমরানুর স্বর্ণপদক জেতায় দেশে-বিদেশে আমার অনেক বন্ধু, পরিচিত কোচ অনেক অভিনন্দন জানাচ্ছে। এটা আসলে অসাধারণ অনুভূতি। ইমরানুরের সাফল্য আমাকেও অনুপ্রাণিত করবে। ইমরানুর যেভাবে দেশকে উপস্থাপন করছে আমরাও যেন এই রাস্তায় হাঁটতে পারি। নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করব।’
২০২২ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে ১০০ মিটার স্প্রিন্টে ২২ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন ইমরানুর। ইলেকট্রনিক স্কোর বোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ১৯৯৯ সালে প্রয়াত মাহাবুব আলম ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন। দেশে হ্যান্ড টাইমিংয়ে ২০১৯ সালে নৌবাহিনীর মো. ইসমাইলের রেকর্ড রয়েছে ১০.২০ সেকেন্ডে।
সিলেটের সন্তান ইমরানুর রহমানের জন্ম ১৯৯৩ সালে যুক্তরাজ্যে। সেখানে পড়াশুনার পাশাপাশি স্কুল পর্যায়ে শুরু করেন ফুটবল চর্চা। এরপর ১৬-১৭ বছর বয়সে শুরু করেন অ্যাথলেটিক্স। বর্তমানে তিনি ব্রিটেনের একটি ক্লাবের হয়ে নিয়মিত খেলছেন। ২০১৪ ও ২০১৬ সালে (ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।