নিউজ ডেক্স                            
                        আরও খবর
                                ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে
                                অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার
                                সাত মাসে ২৫৯ শিশু খুন নির্যাতনও বাড়ছে
                                স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র্যাব
                                পুলিশ, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল
                                সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে যা জানা যাচ্ছে
                                প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন
ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী নারীর বিচার চেয়ে মানববন্ধন
                             
                                               
                    
                         বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ওসি সেলিম রেজার পক্ষে ও অভিযোগকারী নারীর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বাসিন্দারা স্থানীয় নারী সালমা খাতুনের অত্যাচারে অতিষ্ঠ। তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললেই নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দেন। কয়েক দিন আগে ঘটনা প্রসঙ্গে পুলিশের একটি দল গ্রামে খোঁজখবর নিতে গেলে তাঁরা যা জানেন, তাই বলেছেন। এরপর থেকেই তাদের মুঠোফোনে ও সরাসরি হুমকি-ভয়ভীতি দেখাচ্ছেন সালমা খাতুন। 
মানববন্ধনে বক্তব্য দেন ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন, সাবেক ইউপি সদস্য টুকু, বাসিন্দা লস্কর আলী, হাবিবুল্লাহ সিপন, আশরাফুল ইসলাম সুজন, ওমর ফারুক, আল আমিন প্রমুখ। 
সালমা খাতুন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এলাকায় নেই, তাহলে হুমকি দিলেন কীভাবে? 
ওসিকে বাঁচাতেই এসব মানববন্ধন এবং তাঁর বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি দাবি করেন, ওসি অভিযুক্ত বলেই তাঁর আবেদনের প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে পুলিশ সদর দপ্তর তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ওই নারীকে নিয়ে থানায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ভিডিও তাঁদের কাছে আসে। ওই মহিলাকে ধর্ষণ বা হয়রানিু এ ধরনের কোনো অভিযোগ এখনও প্রমাণ হয়নি। শুধু নারীকে নিয়ে থানায় বিশৃঙ্খলা হওয়ার কারণে ওসিকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তদন্ত এখনও চলছে। তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ওসি সেলিম রেজার বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন সালমা খাতুন। এর আগে গত ২২ মার্চ ডিআইজি ও ২৩ মার্চ জেলা পুলিশ সুপার বরাবর ওসি সেলিম রেজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি।  
                    
                    
                                                            
                    
                                    


দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।