কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বায়তুল মোকাররমে খতমে নবুওয়তের সমাবেশ

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শায়খ সাজিদুর রহমান ও মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে দুই অধিবেশনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেন লন্ডন জামিয়া খাতামুন নাবিয়্যিনের মুহতামিম মাওলানা মুফতি সাইফুল ইসলাম।
সাজিদুর রহমান বলেন, ‘অধিকাংশ মুসলিম দেশে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে তাদের বই-পুস্তক ও কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। ১৯৫৭ সালে সিরিয়া, ১৯৫৮ সালে মিশর, ১৯৭৪ খ্রিস্টাব্দে সৌদি আরবে ৫ দিনব্যাপী ১০৪ টি দেশের সম্মিলিত সংগঠন ‘রাবেতা আলমে ইসলামি’র অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে— ‘কাদিয়ানী সম্প্রদায় কাফের ও ইসলাম বহির্ভূত।’
স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, ‘নববী যুগ থেকে যখনই কোনও ইসলামি রাষ্ট্রে বা ইসলামি আদালতে ভণ্ডনবীর দাবিদারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তখনই বিচারকেরা তার দাবির স্বপক্ষে কোনও প্রকার দলিল-প্রমাণ তলব না করে— কাফের হওয়ার ঘোষণা দিয়েছেন।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন— মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সালাহ উদ্দীন লন্ডন, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা মুজীবুর রহমান হামিদী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি জাবের কাসেমী, মুফতি নুরুল্লাহ লন্ডন প্রমুখ।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।