
নিউজ ডেক্স
আরও খবর

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা

দৌলতদিয়ার ‘নীলা’ হয়ে ওঠার গল্প…
কানের লালগালিচা থেকে নেমে আবারও বিড়ম্বনায় উর্বশি!

গত বছর ঠিক এই সময়টাতে অসহায় উর্বশি রাউতেলা ধরা পড়লেন বাংলা ট্রিবিউন-এর ক্যামেরা। সেবার টানা ৪৫ মিনিট অপেক্ষা করেও কানের অফিসিয়াল গাড়ির লিফট পাননি এই বলিউড তারকা। অবশেষে পরনের লং গাউন রাস্তায় ফেলেই পায়ে হেটে ছাড়তে হলো উৎসবের পালে দে ফেস্টিভ্যাল ভবন। সেই সচিত্র প্রতিবেদন প্রকাশ হয় বাংলা ট্রিবিউন-এ।
কাকতালীয় হলেও সত্যি, এবারও একই স্থানে ক্যামেরায় ধরা পড়লেন উর্বশি। এবারও একই ঘটনা। গাড়ি বিড়ম্বনা। ১৮ মে সন্ধ্যার পর লালগালিচার জমকালো আসর পেরিয়ে পালে ভবনের বহির্গমন ফটকে একা অসহায় দাঁড়িয়ে ছিলেন উর্বশি। হন্যে হয়ে এদিক ওদিক খুঁজছিলেন তাকে তুলে নেওয়ার মার্সিডিজ বেঞ্জ। তবে এবার আর গাড়ির জন্য তাকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হলো না, ৫ মিনিটেই পেয়ে গেলেন কাঙ্ক্ষিত গাড়ি। তার আগে বাংলা ট্রিবিউন-এর সঙ্গে বললেন বাংলাদেশের কথা, হাসিমুখে অংশ নিলেন ফটোশুটে।
উৎসবের মূল ভবনের এক্সিট ফটকে দাঁড়িয়ে গাড়িতে ওঠার আগমুহূর্তে উর্বশি বললেন, ‘বাংলাদেশ ভালোবাসি। সেখানে আমার দর্শক ও ভক্তদের ভালোবাসি। অনেকদিন হলো বাংলাদেশে আমি যাইনি। সেজন্য আমি খুবই অপেক্ষায় আছি দেশটিতে যাওয়ার জন্য। কান উৎসব শেষ করার পর সেটা হয় তো হবে। এবং আমি অনেক হ্যাপি এই উৎসবে আপনাকে পেয়ে ও বাংলাদেশ নিয়ে কথা বলতে পেরে।’
এই বলে চেপে বসলেন উর্বশির জন্য অপেক্ষমাণ উৎসবের অফিসিয়াল গাড়িতে।
বলা দরকার, উর্বশি রাউতেলা গেল ক’বছর ধরেই নিয়মিত আসছেন কান চলচ্চিত্র উৎসবে। সিনেমা নয়, লালগালিচায় হাঁটছেন বিভিন্ন প্রসাধনী পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। উৎসবে তার গ্ল্যামারাস উপস্থিতি প্রতিবারই নজরকাড়ে ফ্যাশন দুনিয়ায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে ৭৭তম এই উৎসবের পর্দা উঠেছে ১৪ মে। পর্দা নামবে ২৫ মে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।