
নিউজ ডেক্স
আরও খবর

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন

কুষ্টিয়ায় ‘শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ উদ্বোধন

ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ্য টাকার মালামাল লুট।

এই দেশে আর কোনো মাইনরিটি-মেজরিটির কথা শুনতে চাই না
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনার জেরে ভাতিজার বঁটির কোপে চাচা নিহত

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনার জেরে ভাতিজার বঁটির কোপে বাদশা প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাদশা প্রামাণিক ওই এলাকার মৃত ভাদু প্রামাণিকের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ প্রামাণিক (৪০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা খুনের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাতিজা মাসুদ গরুর দুধ রেখেছিলেন চাচার ফ্রিজে। প্রয়োজনে ফ্রিজ থেকে দুধ আনতে গেলে বিদ্যুৎ না থাকায় এখন দেওয়া যাবে না বলে জানান চাচা বাদশা প্রামাণিক। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে ভাতিজা মাসুদ বঁটি দিয়ে বাদশার প্রামাণিকের কোমরে কোপ দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে।
হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মোস্তাক হোসেন মাসুদ বলেন, ঘটনা শুনেছি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী-সন্তানসহ পালিয়ে যান মাসুদ। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।