
নিউজ ডেক্স
আরও খবর

এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের

ফেরি চলাচল বন্ধ, ২ কিমি এলাকায় যানবাহনের সারি

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর সেনা সদরের বার্তা

বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণ কী

ফের সক্রিয় সুন্দরবনের দস্যু বাহিনী, নিয়ন্ত্রণ এখন দয়ালবাবার হাতে

হঠাৎ বিকল মেঘনা ট্রেনের ইঞ্জিন, আটকা শত শত যাত্রী
ঘূর্ণিঝড় ‘রিমাল’
কোন অবকাঠামো ধ্বংস হলে, ত্রাণ কার্যক্রমের জন্য র্যাব প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের উপকূলে সৃষ্ট প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় জরুরি সেবা চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতি মোকাবিলায় সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সার্বক্ষণিক তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সেবা ৯৯৯ সেল চালু করা হয়েছে। যেকোনও প্রয়োজনে এই নম্বরে কল করে সেবা নেওয়া যাবে।
রবিবার (২৬ মে) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় বিজিবি, আনসার, কোস্টগার্ড, র্যাব, ফায়ার সার্ভিস, আইজি (প্রিজন), সচিবসহ আবহাওয়া অধিদফতরের পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষকে সচেতন করতে উপকূল এলাকায় গত তিন দিন ধরে মাইকিং করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণসামগ্রীর প্রস্তুতিও নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে নৌপুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ হাজার সদস্যকে ঘূর্ণিঝড় চলাকালীন এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কোস্টগার্ড উপকূলের ৫৭টি স্থানে মাইকিং করেছে। একই সঙ্গে সার্চ অ্যান্ড রেসকিউ বোটের সঙ্গে কিছু রিলিফও তারা মজুত রেখেছে।’
তিনি বলেন, ‘বিজিবি এবং র্যাব আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে। সুন্দরবন এলাকায় বিজিবির ছোট ছোট বিওপি সুরক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে। ঘূর্ণিঝড়ে কিছু ধ্বংস হলে, ত্রাণ কার্যক্রমের জন্য র্যাব প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব অবস্থান নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভি-সেট নেটের মাধ্যমে কোস্টগার্ড লাইভ মনিটরিং করছে। ফায়ার সার্ভিস পুরো উপকূলীয় এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় তাদের পাঁচ হাজার কর্মী প্রস্তুত রয়েছে।’
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।