
নিউজ ডেক্স
আরও খবর

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ভারতের বিপক্ষে ইচ্ছে করেই খারাপ খেলেন ম্যাক্সওয়েল, দাবি সাংবাদিকের

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি জয় রিয়ালের

সেমিতে আজ দুই দুর্ভাগা দলের লড়াই

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দিলেন বাটলার
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই সাকিবকে ছাড়িয়ে দেশসেরা রিশাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে তিনি পেছনে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার বাঁহাতি স্পিনার। কুড়ি ওভারের বিশ্বকাপের নবম আসরে ১৪ উইকেট নিয়ে সাকিবকে তাকে পেছনে ফেলে দিলেন রিশাদ।
মঙ্গলবার (২৫ জুন) আফগানিস্তানের বিপক্ষে ২৬ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন রিশাদ। ১১ ওভার পর্যন্ত আফগানিস্তানের জুটি ভাঙতে পারছিলেন না চার বোলার। পঞ্চম বোলার হিসেবে বল হাতে নিয়ে সফল হন লেগ স্পিনার। এরপর নেন আরও দুটি উইকেট। তবে এই ম্যাচের আগে সাকিব ও রিশাদ ১১ উইকেট নিয়ে পাশাপাশি ছিলেন। রিশাদ ১৩.৮৫ গড়ে, ৭.৭৬ ইকোনমি রেটে নিয়েছেন ১৪ উইকেট।
লেগ স্পিনার নিয়ে এবার টিম ম্যানেজমেন্ট যে বাজি ধরেছিল, তা সফল। ঘরোয়া ক্রিকেট, দ্বিপক্ষীয় সিরিজ সব জায়গাতে লেগ স্পিনার আড়ালে ছিলেন। কিন্তু রিশাদ এই টিম ম্যানেজমেন্ট থেকে পূর্ণ স্বাধীনতা ও সুযোগ পেয়ে আসছিলেন শুরু থেকে। সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগিয়ে আস্থার প্রতিদান দিলেন তিনি।
বাংলাদেশের হয়ে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। বল হাতে তার ১৩.৫৪ গড় ও ৬.২০ ইকোনমি রেট।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।