ক্রমবর্ধমান তাপমাত্রায় বিশ্বব্যাপী বাড়ছে কিডনী রোগীর সংখ্যা – দৈনিক গণঅধিকার

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ মার্চ, ২০২৩
সময়ঃ ৭:২১ অপরাহ্ণ

ক্রমবর্ধমান তাপমাত্রায় বিশ্বব্যাপী বাড়ছে কিডনী রোগীর সংখ্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৩ | ৭:২১ 26 ভিউ
জলবায়ুর পরিবর্তনে ক্রমবর্ধমান তাপমাত্রায় বিশ্বব্যাপী কিডনী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এছাড়া বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ক্রোনিক কিডনী রোগীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। বিশ্ব কিডনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এবং গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় ‘জলবায়ু পরিবর্তন এবং কিডনী’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের প্রধান নেফ্রোলজিস্ট অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফী। এ সময় তিনি বলেন, গত বিশ বছরে দু’শো বছরের চেয়ে বেশি জলবায়ু পরিবর্তন হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিট স্ট্রোক এর সংখ্যা বাড়ছে। এছাড়া যারা কায়িক পরিশ্রম করেন তাদের প্রচুর ঘাম হচ্ছে। এতে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুদূষণ, বন্যা ও খরায় বিশুদ্ধ পানির অভাব, কিডনী রোগীর সংখ্যা বাড়াচ্ছে। ‘যুদ্ধ এবং কিডনী’ শীর্ষক প্রবন্ধে অধ্যাপক ডা. আইয়ুব আলী চৌধুরী বলেন, যে কোন দুর্যোগ এবং যুদ্ধ বিগ্রহ মানুষকে শারীরিকভাবে আহতের পাশাপাশি মানসিক চাপ বৃদ্ধি করছে, যা পরোক্ষভাবে কিডনী রোগে আক্রান্ত হওয়ার দিকে ধাবিত করছে। গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: সায়েমুল হুদা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পৃথিবীর জল চক্র ভেঙে দিয়েছে মানুষ’ কামানের গোলা ছুড়ে জানানো হবে ইফতারের সময় আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি বিএনপির হঠাৎ সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা শান্তি আলোচনায় ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব প্রস্তুত নয়: পুতিন ফল ও ইফতার সামগ্রী কিনতে অসহায় ক্রেতা আজ তারাবিহ কাল প্রথম রোজা আরাভের পাসপোর্ট বাতিলে ভারতের হাইকমিশনে চিঠি পাঠানো হচ্ছে সাফল্যের ১০ বছর ইতিহাস গড়বেন জিৎ! স্বপ্নছায়া স্বেচ্ছায় রক্তদান সংগঠন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি সই একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম যক্ষ্মায় প্রতিদিন প্রায় ১০০ জনের মৃত্যু হয়: স্বাস্থ্যমন্ত্রী মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না: কাদের সপ্তাহে একদিন পর্যটকদের জন্য বন্ধ সুন্দরবন ৪ মামলায় জামিন পেলেন ইমরান খান