
নিউজ ডেক্স
আরও খবর

ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭২

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি

আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত

টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ২১

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির
ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ রাশিয়ার

দখলকৃত ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনীয় হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। রবিবার (২৩ জুন) রাশিয়া এই দোষারোপ করেছে। ৫ টি মার্কিন সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় ওই হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গুচ্ছবোমা ওয়ারহেডযুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ৪ টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বিস্ফোরকগুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে।
রুশ মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে। যার অর্থ হলো, যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী।
বিবৃতিতে বলা হয়েছে, সেভাস্তোপোলে বেসামরিকদের ওপর পরিকল্পিত ক্ষেপণাস্ত্র হামলার দায় সবার আগে বর্তায় ওয়াশিংটনের ওপর, যারা ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। এরপর দায়ী কিয়েভের শাসকরা, যাদের ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের এসব তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, মানুষ একটি সৈকতে দৌড়ে পালাচ্ছে।
ক্রিমিয়ার রুশপন্থি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সৈকতে পড়েছে।
রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, হামলায় অন্তত ১২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ শিশু রয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবারের এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে রুশ মন্ত্রণালয়। তবে এই বিষয়ে বিস্তারিত কিচু বলা হয়নি।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।