গাজায় ২,০০০ টন খাদ্য পাঠাল যুক্তরাজ্য – দৈনিক গণঅধিকার

গাজায় ২,০০০ টন খাদ্য পাঠাল যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ৫:১১
গাজায় ২,০০০ টনের বেশি খাদ্য পাঠাল যুক্তরাজ্য। ব্রিটিশ এই খাবারের সহায়তা জর্ডান হয়ে অবরুদ্ধ অঞ্চলটিতে প্রবেশ করেছে। বুধবার ব্রিটেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) অভাবী পরিবারগুলোতে খাবারগুলো বিতরণ করছে। যুক্তরাজ্যের এই ত্রাণ সহায়তায় ২৭৫,০০০ জনেরও বেশি মানুষের খাবারের জোগান দেওয়া সম্ভব। সাহায্য সংস্থাগুলোর মতে, গাজায় খাদ্য, ওষুধ এবং বিশুদ্ধ পানির ঘাটতি ক্রমেই বাড়ছে। জাতিসংঘ সমর্থিত একটি প্রতিবেদনে জানা যায়, দুর্ভিক্ষ এবং সমগ্র গাজা উপত্যকার প্রায় অর্ধেক জনসংখ্যা ‘বিপর্যয়কর ক্ষুধা’র সম্মুখীন। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, ‘আরও সাহায্য পেতে আমাদের সড়কপথে টেকসই মানবিক প্রবেশাধিকার প্রয়োজন। আমরা ইসরাইলকে আরও ক্রসিং খোলার অনুমতি দিতে এবং দীর্ঘ সময়ের জন্য এবং স্বাস্থ্যসেবা, জল এবং স্যানিটেশন পুনরুদ্ধারের জন্য চাপ দিয়ে যাচ্ছি।’ তবে গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে কানাডা সরকার ইসরাইলকে অস্ত্র সরবরাহ স্থগিত রেখেছে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি বিষয়টির ঘোষণা করেছেন। এর আগে সোমবার দীর্ঘ বিতর্কের পর অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য আইনপ্রণেতারা ২০৪-১১৭ ভোট দেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্য টরন্টো স্টার সংবাদপত্রকে জোলি বলেছেন, ‘এটি একটি বাস্তব জিনিস। একটি অস্ত্র বিক্রয় স্থগিতাদেশের জন্য কিন্তু এটি একটি সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পরিবর্তিত হয়েছিল।’ এদিকে ত্রাণের গাড়িতে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। খাদ্য সরবরাহকারী কনভয়ে ইসরাইলের হামলায় নিহত হয়েছে ২৩ জন। হামাস জানিয়েছে, নিহতরা উত্তর গাজায় ত্রাণ রক্ষা ও বিতরণের সঙ্গে জড়িত উপজাতীয় গোষ্ঠী। তারা সেখানকার জনপ্রিয় সুরক্ষা কমিটি নামে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের একটি প্রধান গোলচত্বরে ইসরাইলি বিমান হামলায় তারা নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্যানুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩১,৯২৩ হয়েছে এবং ৭৪,০৯৬ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০৪ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ১৬২ জন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আটিগ্রাম মাঠে ঈদের সন্ধ্যায় মানুষের ভিড়, পুলিশের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় মিরপুরে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক আর নেই এডভোকেট নুরুল ইসলাম দুলাল আর পৃথিবীতে নেই শেরপুরে ৭ গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক ‘বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য’ দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহিন রামু সেনাবাহিনীর হাতে অস্ত্র ও মাদক সহ আটক কুষ্টিয়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাজল মাজমাদার খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি রেড ক্রসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা মিরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ফয়সালের এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের ফারুকের মনোনয়ন বাতিল ও আমিনুলের মনোনয়ন কেন অবৈধ নয়: হাইকোর্ট নিখোঁজ সংবাদ জাপানের সহযোগিতায় কুষ্টিয়াসহ চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু মেহেরপুর মুজিবনগরে ১১০০ পিস ইয়াবাসহ ১ জন আটক