গোপালগঞ্জে ইভিএম ছিনতাইয়ের চেষ্টা, ১০ পুলিশসহ আহত ২৫ – দৈনিক গণঅধিকার

গোপালগঞ্জে ইভিএম ছিনতাইয়ের চেষ্টা, ১০ পুলিশসহ আহত ২৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ৭:০৭
গোপালগঞ্জে ইউপি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিনতাইয়ের চেষ্টা করেছিল পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ১০ পুলিশ ও আনসারসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ফল বাতিলের দাবিকে কেন্দ্র করে আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে লতিফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে সাবু মোল্লাকে বিজয়ী ঘোষণ করা হয়। কিন্তু ওই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দিতাকারী অপর ৩ প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে বাতিলের দাবি জানান। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইন-শৃঙ্খলাবাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা জেলা সদরে ফেরার সময় পরাজিত ৩ প্রার্থী মতিয়ার রহমান ফকির, পলু মোল্লা ও ইব্রাহিম কাজী কর্মী-সমর্থকদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে ওই তিন প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় সদর থানার ওসি ও আইন-শৃঙ্খলাবাহিনীর ১০ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কলেজের দাপুটে শিক্ষক মহোদয়দের অনৈতিক কার্যকলাপ কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রাণ নিয়ে মানুষ ছুটছে টিএসসিতে ভারতের বাঁধ ভাঙা পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম বন্যা মোকাবিলায় বাংলাদেশ–ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব: প্রধান উপদেষ্টার ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার অচল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন এখন পর্যন্ত ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত বন্যায় ভয়াবহ বিপর্যস্ত ১২ জেলা, মৃত্যু ৮ আওয়ামী লীগ নিষিদ্ধের রিট শুনানি ঘিরে সারাদেশে সতর্ক পুলিশ তাহিরপুর বিভিন্ন ছড়া ও নদীর খনিজ বালু হরিলুট,যেন দেখার কেউ নেই নোয়াখালী-কুমিল্লা-ফেনীতে ভারী বৃষ্টি থাকতে পারে আরও ৪৮ ঘণ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ উদ্দিন খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে নেওয়া হবে : মির্জা ফখরুল বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রংপুর কারাগারে বন্দিদের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার নিয়ন্ত্রণে আসেনি জামালপুর জেলা কারাগার, রাতেও থেকে থেমে চলছে গুলি গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের ২ কর্মী নিহত