চবিতে ভুক্তভোগী শিক্ষককে শোকজ, পেনশন বন্ধের হুশিয়ারি – দৈনিক গণঅধিকার

চবিতে ভুক্তভোগী শিক্ষককে শোকজ, পেনশন বন্ধের হুশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৩ | ১০:১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আসহাব উদ্দিন খালেদকে শোকজ নোটিশ ও পেনশন বন্ধের হুশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার চবি রেজিস্টার কে এম নুর আহমদের স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দেশের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করার অধিকার শিক্ষক আসহাব উদ্দিন রাখেন না। তিনি ১৪ মার্চ উপাচার্য ড. শিরীণ আখতার, তাঁর মেয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে এ বক্তব্য উপস্থাপন করার জন্য আসহাব উদ্দিনের মাসিক পেনশন স্থগিতসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিধি ও দেশের প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭ কর্ম দিবসের মধ্যে প্রমাণাদিসহ ব্যাখ্যার অনুরোধ করা হলো। এ বিষয়ে জানতে চেয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও রিফাত মোস্তফা টিনাকে কয়েকবার কল করা হলেও তারা প্রতিবেদকের কল কেটে দেন। অভিযোগকারী আসহাব উদ্দিন খালেদ বলেন, ‘উপাচার্য মেয়ের টাকা ধার নেওয়া ও ফেরত না দেওয়ার বিষয়ের সঙ্গে আমার পেনশনের কোনো সম্পর্ক নেই। প্রথমত তারা টাকা ফেরত না দিয়ে অন্যায় করছেন। এই সঙ্গে আমাকে শোকজ ও পেনশন বন্ধের হুশিয়ারি দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমি এই শোকজের জবাব দেব। তবে পেনশন বন্ধ করা হলে, আমি শিক্ষামন্ত্রী বরাবর চিঠি দেব।’ চবি উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের মেয়ে রিফাত মোস্তফা টিনা একজন শিক্ষকের কাছ থেকে আড়াই লাখ টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত চেয়ে গত ১৪ মাসে দুই দফা চিঠি দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আসহাব উদ্দিন খালেদ। সর্বশেষ গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন তিনি। এর আগে গত জানুয়ারিতে উপাচার্য ও তার মেয়ে বরাবর পাওনা টাকা পরিশোধের জন্য চিঠি পাঠান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল বিচারকের পরিবারের ওপর হামলা: সম্পর্ক, টাকা নাকি প্রতিশোধ? ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২