চুলের পাতলা হওয়া আটকাতে করনীয় – দৈনিক গণঅধিকার

চুলের পাতলা হওয়া আটকাতে করনীয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:২২
চুলের অতিরিক্ত ঝরে পড়া উদ্বেগের কারণ। এতে খুব দ্রুত চুল পাতলা হয়ে যায়। বিভিন্ন কারণে অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপে থাকার কারণে চুল পড়া বাড়তে পারে। আবার অতিরিক্ত রোদ লাগা ও সঠিক যত্নের অভাবও চুল পড়ার অন্যতম কারণ। খাদ্য তালিকায় জিংক, বায়োটিন ও ভিটামিন ডি ঘাটতি থাকলে অতিরিক্ত চুল পড়তে পারে। আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসের কারণেও চুল দুর্বল হয়ে ঝরে পড়ে। জেনে নিন চুল পড়া আটকাতে কী করবেন। ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন চুলে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি বা দুটি ডিম ফেটিয়ে সরাসরি লাগান চুলে। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। পেঁয়াজের রস মেখে ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। এতে মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ কমবে। ফলে চুল পড়ার হারও কমে যাবে। মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন বেটে ২ টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানিতে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। ব্লিচিং বা ডাই বেশি করবেন না চুলে। এতে চুল ভঙ্গুর হয়ে যায় ও ঝরে পড়ে দ্রুত। সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল একসঙ্গে গরম করে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত কুসুম গরম তেল লাগান। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চুল পেঁচিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। পর্যাপ্ত প্রোটিন না খাওয়া ক্রমাগত চুল পড়ার একটি সাধারণ কারণ। যেহেতু চুলের প্রাথমিক উপাদান কেরাটিন নামক একটি প্রোটিন, তাই খাদ্যে প্রোটিনের অভাব চুল পড়ার ঝুঁকি বাড়ায়। এই সমস্যা সমাধানের জন্য চর্বিহীন প্রোটিন, ডাল, পালং শাক, মটরশুঁটি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা জরুরি। মেহেদি পাতা বেটে মাথায় লাগানো যেতে পারে। এতেও চুলের গোড়া মজবুত হয়। ঘন ঘন শ্যাম্পু করলে চুল ক্ষতিগ্রস্ত হয়ে ঝরতে শুরু করে। বিশেষ করে যাদের চুলের ধরন শুষ্ক, তাদের চুল ভেঙে যায় অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের কারণে। শ্যাম্পু একদিন পর পর ব্যবহার করার চেষ্টা করুন। মাইল্ড বা ভেষজ শ্যাম্পু ব্যবহার করবেন। প্রয়োজনে পানি মিশিয়ে পাতলা করে নিন শ্যাম্পু। অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন চুল ধোয়ার পর। ভিটামিন ই, জিঙ্ক, আয়রন ও ভিটামিন ডি আছে এমন সব খাবার খান। মেডিটেশন বা যোগব্যায়ামের অনুশীলন করতে পারেন। এতে স্ট্রেস মোকাবিলা সম্ভব হবে। চুল খুব শক্ত করে বেঁধে রাখা কিংবা ভেজা চুল বেঁধে রাখা চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ। চুল সবসময় প্রাকৃতিক বাতাসে শুকাবেন। চেষ্টা করুন হেয়ার ড্রায়ার ব্যবহার না করতে। রোদ থেকে চুল রক্ষা করা জরুরি। রোদ ও ধুলাবালিতে চুল বিবর্ণ হয়ে ঝরতে শুরু করে। চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য ডায়েটে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই অত্যাবশ্যকীয় স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডগুলো পর্যাপ্ত পরিমাণে না খেলে চুল দুর্বল এবং শুষ্ক হতে পারে, যা ভেঙে যাওয়ার এবং চুল পড়ার ঝুঁকি বাড়ায়। সামুদ্রিক মাছ ও বাদামে পাওয়া যায় প্রয়োজনীয় এই উপাদানটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা