চেলসি-নাপোলির কামব্যাক নাকি রিয়াল-মিলানের কর্তৃত্ব – দৈনিক গণঅধিকার

চেলসি-নাপোলির কামব্যাক নাকি রিয়াল-মিলানের কর্তৃত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৩ | ১০:২৪
চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার দুর্দান্ত পারফরম্যান্সে ও ভিনিসিয়াস-রদ্রিগো গোয়েসদের চমকে গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওই রিয়ালের বিপক্ষে আন্ডারডগ ছিল চেলসি। রিয়ালের কাছে প্রথম লেগে অনুমিতভাবে ২-০ গোলে হেরেছে ব্লুজরা। দুই দলই অবশ্য গোলের কিছু সুযোগ মিস করেছে। প্রিমিয়ার লিগের টেবিলে ১১ নম্বরে থাকা ওই চেলসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে কামব্যাক দেখাতে পারবে কিনা সেটা দেখার রাত আজ। চেলসির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, রিয়ালের বিপক্ষে জিতে সেমিফাইনালে যেতে হলে তাদের দুর্দান্ত কিছু করতে হবে। কিন্তু ওই দুর্দান্তেরও তো সীমারেখা থাকে! অন্তত তিন গোলের ব্যবধানে জিতে শেষ চারে যেতে চেলসির প্রার্থনা করতে হবে রিয়ালের সবচেয়ে বাজে দিনের। রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে চেলসি আন্ডারডগ হলেও এসি মিলানের বিপক্ষে ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে কামব্যাকের ভালো সুযোগ আছে নাপোলির। ইতালির লিগে শীর্ষে আছে নাপোলি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালের লড়াইয়ে প্রথম লেগে হেরেছে ১-০ গোলে। ওই ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নাপোলির সেরা তারকা ভিক্টর ওসিমেন। ফর্মের তুঙ্গে থাকা ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার মঙ্গলবার রাতের ম্যাচে ফিরছেন। নাপোলির তাই দুই গোলের ব্যবধানে জিতে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সমৃদ্ধ এসি মিলান ছেড়ে কথা বলবে না। সব ঠিক থাকলে এবার ইতালির একটি দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। সাতটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা এসি মিলান হতে চাইবে ওই দল। একই লড়াইয়ে নামবে নাপোলি। তবে সেমির পথে কিছুটা নির্ভার আছে ইন্টার মিলান। বেনফিকার মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছে তারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন