
নিউজ ডেক্স
আরও খবর

পিটার হাসের বক্তব্যের প্রতিবাদে যা বললেন সাংবাদিকনেতারা

এবার অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালে রেহাই নেই: প্রধানমন্ত্রী

এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব

বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে সে জন্য ভিসানীতি: মিলার

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

গরমে অতিষ্ঠ গ্রামের মানুষ লোডশেডিং ১২-১৪ ঘণ্টা

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী
জঙ্গি ও নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সতর্কবার্তা

আগস্ট মাস শোকের মাস। এই মাসেই নানা অপ্রীতিকর ঘটনা বেশি ঘটে। চলতি মাসেই রাজধানীর মিরপুর ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে বেশকিছু জঙ্গি গ্রেফতার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই এদের বিষয়ে চলতি মাসের শেষ কয়েকদিন অধিকতর সতর্ক থাকতে হবে।
রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক ক্রাইম কনফারেন্স (অপরাধ পর্যালোচনা সভা) মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে আগামী সেপ্টেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। সামনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ মাসে অনেক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে। দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্ব দেখাতে হবে। কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থাকলে অগ্রীম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনতে হবে।
জুলাই মাসের এই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) আসাদুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।