জাতীয় সংসদের পতাকার আকার বাড়ানো হচ্ছে – দৈনিক গণঅধিকার

জাতীয় সংসদের পতাকার আকার বাড়ানো হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৪ | ১১:১৬
জাতীয় সংসদের পতাকার আকার বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে দুটি আকার নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদের পক্ষ থেকে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে আকারের বিষয়ে সন্মতি মিলবে সেই আকারের পতাকা সংসদ ভবনে টানানো হবে। জাতীয় সংসদ সচিবালয় সূ্ত্র এ তথ্য জানিয়েছে। সংসদ ভবনের উত্তর ও দক্ষিণ প্লাজায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পতাকা বিধি অনুযায়ী সংসদ ভবনে বর্তমানে ১০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ আয়তনের পতাকা উত্তোলন করা হয়। ৯ তলা বিশিষ্ট ১৫৫ ফুট উচ্চতার বিশাল এই কমপ্লেক্সের পতাকাকে আরও দৃশ্যমান করতে এর আকার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে সংসদ সচিবালয় থেকে যে দুইটি আকার নির্ধারণ করা হয়েছে, তার একটি হলো ১৫ ফুট বাই ৯ ফুট এবং অপরটি ২০ ফুট বাই ১২ ফুট। মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম সভায় পতাকার আকার নিয়ে আলোচনা করা হয়। পরে তা চূড়ান্ত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়। সরকারের পতাকা বিধি ১৯৭২ অনুসারে বাংলাদেশের পতাকার আকার হচ্ছে ১০:৬। এক্ষেত্রে দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট। পতাকা বিধিতে ভবনে ব্যবহারের জন্য তিনটি সুনির্দিষ্ট সাইজ উল্লেখ করা আছে। তা হলো– (ক) ১০ ফুট বাই ৬ ফুট (খ) ৫ ফুট বাই ৩ ফুট এবং (গ) ২.৫ ফুট বা ১.৫ ফুট। অপরদিকে গাড়িতে ব্যবহারের জন্য দুটি আয়তনের পতাকার কথা বলা আছে তা হলো– ১৫ ইঞ্চি বাই ১০ ইঞ্চি এবং ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চি। অবশ্য, ভবনের আয়তন অনুযায়ী সরকারের অনুমতি নিয়ে আকার বাড়ানো যাবে। এ বিষয়ে বিধিতে বলা হয়– ‘সরকার ভবনের আয়তন অনুযায়ী এবং প্রয়োজনে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রাখিয়া বড় আয়তনের পতাকা প্রদর্শনের অনুমতি প্রদান করতে পারিবে’। ১৯৮৯ সালে পতাকার আয়তন বাড়ানোর বিধানটি যুক্ত করে বিধিতে এ সংশোধন আনা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা সংসদ ভবনের দক্ষিণ ও উত্তর প্লাজার পতাকার আয়তন বড় করতে চাই। সংসদ সচিবালয় কমিশনের সভায় বিষয়টি তোলা হয়েছিল। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পতাকা বিধি অনুসারে পতাকার আকার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতির বিষয় রয়েছে। এজন্য আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমতি নিয়ে বড় আকারের পতাকা প্রদর্শন করবো। প্রসঙ্গত, ২১৫ একর জায়গা জুড়ে সংসদ কমপ্লেক্স অবস্থিত। এর মূল ভবনটি ৯টি পৃথক ব্লক দিয়ে তৈরি। মাঝের অষ্টভূজ ব্লকটির উচ্চতা ১৫৫ ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা ১১০ ফুট। মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। সংসদের মূল প্লাজার আয়তন ৮ লাখ ২৩ হাজার বর্গফুট, দক্ষিণ প্লাজার আয়তন ২ লাখ ২৩ হাজার বর্গফুট ও উত্তর প্লাজার (রাষ্ট্রপতি প্লাজা) আয়তন ৬৫ হাজার বর্গফুট।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা