জার্মান আ.লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলন – দৈনিক গণঅধিকার

জার্মান আ.লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৪৫
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। শনিবার জার্মানির বন শহরে জার্মান আওয়ামী লীগের এনআরডাব্লিউ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এমনটাই বলেছেন বক্তারা। সম্মেলনে বাংলাদেশ থেকে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি একেএম বশিরুল আলম চৌধুরী সাবু ও সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আমিনুর রহমান খসরু। এ ছাড়াও বক্তব্য রাখেন- জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নূরে হাসনাত শিপন, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম, জাকির হোসেন, জামশেদ আলম রানা, জার্মান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমানউল্লাহ ইসলাম, দেলোয়ার জাহিদ বিপ্লব, জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রতন ইসলাম, শাহজাহান ভুঁইয়া, কায়সার আলম, এম দিদারুল ইসলামসহ অনেকে। আব্দুস শহীদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আর তাই মানুষ আবারো শেখ হাসিনার সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সম্মেলনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ থেকে তাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী যুবরাজ তালুকদার তৃতীয়বারের মতো সভাপতি এবং মোবাশ্বের হোসাইন সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়াকে জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সব প্রবাসীকে সঙ্গে নিয়ে জার্মান আওয়ামী লীগ সোচ্চার ভূমিকা পালন করবে বলে তারা জানিয়েছেন। যুবরাজ তালুকদার ২০১৪ সাল থেকে জার্মান আওয়ামী লীগের এনআরডাব্লিউ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সফল ব্যবসায়ী। এছাড়াও তিনি ২০১৮ সাল থেকে কোলন নগরীতে অবস্থিত অর্থনৈতিক আদালতের অবৈতনিক বিচারপতি এবং বন নগরীতে অবস্থিত হাউস অব ইন্টেগ্রেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আতঙ্কে চলন্ত ট্রেন থেকে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু কমছে বাজেটের আকার শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট কমল স্বর্ণের দাম মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর সরকারি ফার্মেসি: সম্ভাবনার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও রাজশাহীতে ১১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁ থেকে অপহৃত কিশোরী উদ্ধার কুষ্টিয়ায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত-৮জন চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ-মেঘালয় করিডোর চান সাংমা সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! নাটক সিনেমায় নারীদের গুরুত্ব কতটুকু? রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা