জুলাইয়ে সড়কে গড়ে ১৮.৪৮ জনের মৃত্যু – দৈনিক গণঅধিকার

জুলাইয়ে সড়কে গড়ে ১৮.৪৮ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৩ | ৫:০৮
দেশে জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৮ দশমিক ৪৮ জনের মৃত্যু হয়েছে। অথচ জুনে মৃত্যুর ওই গড় ছিল ১৭ দশমিক ২ জন। জুনের তুলনায় জুলাইয়ে সড়কে প্রাণহানি বেড়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ। সোমবার রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে দেশে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫১১টি। এতে ৫৭৩ জন নিহত এবং ১ হাজার ২৫৬ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৯৪ জন ও শিশু ৭৬ জন। সবচেয়ে বেশি ৩৬ দশমিক ৭৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ১৮৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩১ দশমিক ৯৩ শতাংশ। জুলাইয়ে সড়কের পাশাপাশি ১৪টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ২৩ জন আহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ৩৩টি রেল দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। বিভাগ বিবেচনায় সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ঢাকায়। ওই মাসে ঢাকা বিভাগে ১৭৪টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত হন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসাবেও ঢাকায় সবচেয়ে বেশি ৪২টি দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে শরীয়তপুর ও বান্দরবান জেলায়। এ দুই জেলায় ৫টি করে দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ধরন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ৫১১টির মধ্যে ২১৭টিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে; যা মোট দুর্ঘটনার ৪২.৪৬ শতাংশ। এছাড়া ১৯.১৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২৮ দশমিক ১৮ শতাংশ পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে জানা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ২০৮টি (৪০ দশমিক ৭০ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১৯৬টি (৩৮ দশমিক ৩৫ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬১টি (১১ দশমিক ৯৩ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৪২টি (৮ দশমিক ২১ শতাংশ) শহরের সড়কে ঘটেছে। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসাবে ত্র“টিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতাসহ ১০টি কারণ উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনা কমাতে রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সড়ক আইন বাস্তবায়নসহ ১০টি সুপারিশও করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দৌলতপুরে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা কুষ্টিয়ার কুমারখালিতে অনুষ্ঠানের বাড়িতে মারামারি সাবেক সদস্য প্রীতি সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন ড. ইউনূস ভরিতে ২ হাজার টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম ‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ কারাগারে থাকা সাবেক মন্ত্রীর স্ট্যাটাস ‘ভাইরাল’যা বলল কারা অধিদপ্তর ৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ কবিতা – বিপরীত মেরুতে দাঁড়িয়ে যে কারণে ভারতকে আর ছাড় দেবে না বিজিবি আওয়ামী লীগকে আন্দোলনের অনুমতি দেওয়া হবে যে শর্তে! সীমান্ত হত্যা বন্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ! আমেরিকা দখল কেন অসম্ভব? নির্বাচনে বিএনপি ডাকলে দেশে ফিরবেন মেজর ডালিম, রাশেদরা? ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক ইরানী, সদস্য সচিব দিদারুল সাবেক ২ নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শালিখায় ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কেশবপুরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন